কঠোর নিরাপত্তা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল সদর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ইউনিয়ন গুলো হচ্ছে কাকুয়া, কাকুলী, মাহমুদনগর ও ছিলিমপুর।
সকাল থেকেই ভোট কেন্দ্র গুলোতে সকল বয়সী ভোটারের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এই নির্বাচনী এলাকায় এবারই প্রথম ইভিএমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে ভোট দেয়ার ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। প্রতিটি ভোট কেন্দ্রেই নারী-পুরুষ উভয় ভোটারের দীর্ঘ লাইন দেখা গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৪টি ইউনিয়নে ৭৬ হাজার ৪৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৯টি, ভোট কক্ষ ২৪২টি।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও চার জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং আট জন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।