‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে টাঙ্গাইলে সাত দিন ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্ধোধন করা হয়েছে। রোববার সকালে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় বনবিভাগ এ মেলার আয়োজন করে।
জেলা প্রশাসক ড: মো: আতাউল গনির সভাপতিত্বে ওই মেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান।
এ সময় সামাজিক বনায়নের উপকারভোগী ৯ জনের মাঝে লভ্যাংশের ২৯ লাখ ৪৫ হাজার ৪১৫ টাকার চেক বিতরণ করা হয়। মেলায় ৪০ টি নার্সারী অংশ গ্রহণ করেছে।