ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীর সল্লা নামকস্থানে বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরো ১৫ জন। নিহত বাস চালক ঢাকা জেলার সাভার উপজেলার আমিনবাজারের বেগুনবাড়ী গ্রামের আব্দুল আলীর ছেলে মিকাইল (৩৫) ও নিহত ট্রাক চালক ঠাকুরগাঁও জেলার হরিনারায়নপুর উপজেলার মুক্তারমেলা গ্রামের আফজাল হোসেনের ছেলে মানিক (২৫)।
এ ঘটনায় মহাসড়কের দুপাশে ১০কিলোমিটার এলাকায় ধীরগতির সৃষ্টি হয়। রোববার ভোর ৫টার দিকে এদুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্চিলো। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক সল্লা এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পেছনে থাকা পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে এঘটাস্থলেই বাস ও ট্রাকের চালক নিহত হয়। আহত হয় অন্তত আরো ১৫ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।