নওগাঁর ধামইরহাটে বিরল সম্মাননা অর্জন করলেন বিদায়ী ইউএনও গনপতি রায়। অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় ধামইরহাটের জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার ৫৪টি সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে ইউএনও গনপতি রায়কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আ’লীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান, প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানী, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক শাহজাহান কবির, ইউপি চেয়ারম্যান ওসমান গনি, গোলাম কিবরিয়া, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি প্রমুখ।
অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রকৌশলী ডঃ ফিজার আহমেদ ‘আমার দেখা গনপতি রায়’ নামক একটি স্মরণিকা উপহার দেন ইউএনও গনপতি রায়কে।