মুজিব শতবর্ষ ও পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া এলাকা দিয়ে প্রবাহিত ঝিনাই নদীতে সুশীল সমাজের উদ্যোগে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী নৌকাবাইচ প্রতিযোগীতার প্রথম দিনে উপজেলা আ.লীগের সদস্য আঃ জলিল ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ।
আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগীতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক স্বপন উদ্বোধন করেন।
এ-সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, মহাদান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল, আ.লীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কেএম রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, ইউপি সদস্য আব্দুল মালেক, শহিদুল ইসলাম প্রমূখ।
এসময় বিভিন্ন গ্রাম থেকে আসা হাজার হাজার নারী-পুরুষ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।