জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ট্যাফেট্রাক্টর ও ইজিবাইকের সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছেন।
বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
আহতরা হলেন- ডোয়াইল ইউনিয়নের আদাচাকি গ্রামের জয়নাল আবেদীন (৬৫), শাহজাহান আলী (৬০), ইজিবাইক চালক লেবু মিয়া (৪৫), সাইফুল ইসলাম (৫০) ও গ্রাম-নিখাই এলাকার জালাল উদ্দিন (৩০)।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সকালে ইজিবাইক যোগে সরিষাবাড়ী উপজেলা সদরে যাচ্ছিলেন। পথিমধ্যে ডোয়াইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্যাফেট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ইজিবাইকের উপরে উঠে পড়ে। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আমিনা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হলে সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্যাফেট্রাক্টর ও ইজিবাইকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ-বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) চিকিৎসক দেবাশীষ রাজবংশী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত সাইফুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) আব্দুল মজিদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত ট্যাফেট্রাক্টর ও ইজিবাইক আটক করে নিয়ে আসা হয়েছে।