সারা দেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে পরীক্ষামূলকভাবে কোভিড-১৯ এর গণটিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল নয়টায় উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রুমান সিদ্দিকী, কালিহাতী থানার ওসি মোল্লা
আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, বীরবাসিন্দা ইউপি চেয়ারম্যান ছোহরাব আলী ও উপজেলা আওয়ামী যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখ।
এদিকে সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে টিকা নিতে আগ্রহী বয়স্ক নারী-পুরুষের উপস্থিতি লক্ষ করা গেছে। তবে পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি। সকলেই মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন। সারাদেশের হাসপাতালগুলোতে টিকা কার্যক্রম শুরু হলে গ্রামের মানুষের টিকা নিতে আগ্রহ অনেকটাই ছিল না। তাদের মধ্যে এক ধরনের ভীতি ছিল।
শনিবার উপজেলার প্রত্তন্ত গ্রামের গনটিকা কেন্দ্রগুলো ঘুড়ে দেখা গেছে মানুষের মাঝে সে ভীতি আর নেই। তারা সাচ্ছন্দের সাথেই টিকা গ্রহন করছেন। ঝামেলাবিহীনভাবে শুধুমাত্র জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বিনামুল্যে কোভিড-১৯ এর টিকা নেয়ার ব্যবস্থা করে দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন টিকা গ্রহনকারীরা।