টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আওয়ামীলীগের নব গঠিত কমিটির নির্বাচিত সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে স্বাগত অভিনন্দন জানিয়ে স্খানীয় সাংবাদিকরা ফুলেল শুভেচছা ও মতবিনিময় করেন।
শুক্রবার সকাল সাড়ে দশটায় টাঙ্গাইলের উপ-শহর কালিহাতীর এলেঙ্গা বিরতিতে এ শুভেচ্ছা মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কালিহাতি প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, মনিরুজ্জামান মতিন, শাহ আলম, সাবেক সহ-সভাপতি আতোয়ার রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি আব্দুস সাত্তার, দৈনিক নাগরিক ভাবনার প্রতিনিধি মাসুদুর রহমান মিলন, দৈনিক আমার সংবাদ কালিহাতি প্রতিনিধি শরীফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিদিনের কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমুখ।
ওই মতবিনিময় সভায় মুক্ত আলোচনা শেষে মিষ্টি বিতরণ করা হয়েছে।