কয়ডা দিন পরেই ঈদ, কি আর কমু ভাই চারদিকে পানি আর পানি এই সময় এত খাবার পাইয়া মেল্ল্যা খুশি আমরা। সামনে ঈদ পর্যন্ত এই খাবার খেতে পারমু, কিছু দিনের জন্য চিন্তা শেষ হইলো।
শুক্রবার (১ জুলাই) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধ্যা চরে বন্যার্ত পারবীন বেগম (৪৫) ত্রান সামগ্রীর বস্তা হাতে পেয়ে হাস্যজ্জল চোখে এমন কথা গুলো প্রকাশ করেন। শুধু পারবীন নয় এমন শত শত অনেক বন্যার্ত নারী-পুরুষ ত্রান পেয়ে খুশিতে ঘরে ফিরেন।
জানা যায়, ফ্রেন্ডস এস.এস.সি ৯১ বাংলাদেশের আয়োজনে এবং সাবেক প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের নেতৃবৃন্দদের সহযোগীতায় নলসন্ধ্যা, বালিয়া মেন্দা ও ঘুনঞ্চার চর এলাকায় যমুনা নদী ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৪’শতাধিক পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এসময় খাদ্যসামগ্রী হিসেবে ছিলো- চাউল, ডাল, তৈল, লবণ, চিনি, বিস্কুট, মুড়ির প্যাকেট, পানির বোতল, সুজি গুড়া দুধ, সাবান, স্যানিটারি ন্যাপকিন, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও স্বাস্থ্য সুরক্ষা মাস্কসহ প্রায় ১৬টি পদের প্যাকেটের বস্তা।
এ-সময় ত্রাণ সামগ্রী বিতরন উপস্থিত ছিলেন এসএসসি ৯১ ব্যাচে লোক্তাদুল ইসলাম সজল, তানভীর আহম্মেদ পাভেল, সাইফুল রানা, তারিকুল ইসলাম কনক, মোকসেদুর রহমান হারুন, এনামুল তালুকদার রিপন, বাইজিদ আজাদ, সাফিউল আজম টকি, রফিকুল ইসলাম সোহেল, উজ্জ্বল হায়াত,যুবরাজ, জাহাঙ্গীর মোল্লা, ইমতিয়াজ হোসেন শাকিল, ডাঃ ইসা চৌধুরী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সাখোয়াত আলম মুকুল, পিংনা যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারন সম্পাদক সেলিম-আল মামুন, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব প্রমুখ।