নওগাঁর ধামইরহাট উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৫৩) ২১ জুন সকাল ১১ টায় ধামইরহাট স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহে ওয়াইন্নালিল্লাহে রাজেউন)। আবু বক্কর সিদ্দিক উপজেলার আলমপুর ইউনিয়নের চকতিলন গ্রামে বাড়ি।
উক্ত মরহুমের জানাজার নামাজ আজ সন্ধ্যা ৬ টায় রঘুনাতপুর কামিল মাদরাসায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিজ গ্রাম চকতিলন পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পাদন করা হবে। তাঁর মৃত্যুতে সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খাঁন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাহবুবার রহমান চৌধুরী (চপল) গভির শোক প্রকাশ করেন।