ভারি বর্ষণের ফলে পুকুরের পাড় ভেঙে যাওয়ায় আশ্রয়ণ প্রকল্পের ১৫টি ঘর হুমকির মুখে রয়েছে। অনলাইন পোর্টাল ‘মিশন ৯০ নিউজে’ এমন সংবাদ প্রকাশের পর সংস্কার শুরু করেছেন সংশ্লিষ্ট কতৃপর্ক্ষ।
গত শনিবার সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) এলাকায় আশ্রয়ন প্রকল্পে সংস্কার কাজের এমন চিত্র দেখা যায়।
আরও পড়ুন: গতবছরের সংস্কার কাজ এবছরে ধস: ব্রিজের সংযোগ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন
আশ্রয়নে বসবাসকারী ও স্থানীয়দের সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় (পুকুরপাড়) এলাকায় ভূমিহীনদের জন্য মুজিব শতবর্ষ উপহার হিসেবে ২০টি আশ্রয়ণ প্রকল্পের ঘর দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আশ্রয়ণ প্রকল্পে যাতায়াতের পায়ে হাটার রাস্তা বৃষ্টির ভারি বর্ষণের ফলে পুকুরের গর্ভে চলে যাচ্ছে। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন আশ্রয়ন প্রকল্পের ঘরে থাকা সাধারণ মানুষ ও কমলমতি শিশু-কিশোররা। এই গুরুত্বপুর্ণ পুকুরপাড় দ্রুত সংস্কার করা না হলে প্রধানমন্ত্রীর উপহার ২০টি ঘর পুকুরের গর্ভে চলে যাবে। পরে সংবাদ প্রকাশের পর নজর দিয়েছেন কতৃপর্ক্ষ। ভেঙে যাওয়া পার গুলোতে প্যালাসাইটিন বসানোর কাজ শুরু করেছেন। এ সময় পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক ও স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন।
আশ্রয়ন ঘরে থাকা বেলাল হোসেনসহ অনেকেই বলেন, আশ্রয়ন ঘর গুলোর চতুর দিকে পুকুরের পাড় ও চলাচলের রাস্তা। ভারি বৃষ্টির কারনে পুকুরের পাড়গুলো ভেঙে যাচ্ছিলো। পরে উপজেলা প্রসাশনের মাধ্যমে পোগলদিঘার চেয়ারম্যান এখানে কাজ শুরু করেছেন। এখন আমাদের যাতায়াতের দূর্ভোগ কমে যাবে।
এ-বিষয়ে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, পুকুর পাড়ের আশ্রয়নে কাজের টেন্ডার করার পর দ্রুত কাজ করা হচ্ছে। আমি উপস্থিত থেকে কাজ পরিদর্শন করেছি। কাজ চলমান রয়েছে।