সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য ডা: মুরাদ হাসান এমপি বলেছেন- মা-বোনদের কর্মক্ষেত্র ও আয় উপার্জন বাড়ানোর জন্যই আমাদের এই সেলাই মেশিন বিতরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় আমরা মা-বোনদের জন্য এই কর্মক্ষেত্র নিয়ে এসেছি। তারা এই সেলাই মেশিনের মাধ্যমে ঘরে বসেই সংসারের আয় উন্নতি করতে পারবেন।
শনিবার (১৮ জুন) বিকালে জামালপুরের সরিষাবাড়ী পৌর বাসন্ট্যান্ডে ‘এডিপির আওতায়’ সেলাই মেশিন বিতরণ কালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সয়ম উপজেলার বিভিন্ন এলাকার অসহায় দরিদ্র ১৪০জন পরিবারে মাঝে এই উপার্জন কর্মের সেলাই মেশিন ও ১৮ জনের মাঝে টিউবওয়েল বিতরন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা সভাপতিত্ব করেন। এসময় অন্যানদের মাঝে পৌর মেয়র মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান জেলী আক্তার, যুবলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম রনি, পৌর কাউন্সিল সাখোয়াত আলম মুকুল, পিংনা ইউনিয়ন যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সাধারন সম্পাদক সেলিম আল মামুন, ছাত্রলীগ নেতা শরিফ আহম্মদে নিরবসহ আ.লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।