জাতীয় পরিবেশ পদক-২০২১ অর্জন করায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে নগর ভবনে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ড: সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, জেলার সভাপতি অনিল কুমার সরকার, সাধারণ সম্পাদক অশীত ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সভাপতি এ্যাড: সরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক কাঞ্চন রায় চৌধুরী, জেলার সভাপতি অম্বর সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।