টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদকে পিটিয়ে আহত করা হয়েছে। পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন তালুকদারের লোকজন তাঁর ওপর হামলা করে পিটিয়ে আহত করে বলে অভিযোগে জানা গেছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ হামলার ঘটনা ঘটে।
তাঁর বাড়ি উপজেলার ফতেপুর ইউনিয়নের কুর্নী গ্রামে।
এ ঘটনায় আবুল কালাম আজাদ রাতেই মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।
বৃহস্পতিবার দুপুরে আবুল কালাম আজাদ মির্জাপুর প্রেস ক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রউফের পক্ষে নির্বাচন করেছেন তিনি। বুধবার ভোট শেষ হওয়ার পর রাত ৮টার দিকে ফতেপুর ইউনিয়নের প্রার্থীদের ফলাফল জানতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। সেখানে উপজেলা পরিষদ ভবনের দোতলায় ওঠার চেষ্টা করলে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী উপজেলা কৃষক লীগের সভাপতি (বহিষ্কৃত) হুমায়ুন তালুকদারের ছেলে শুভ তালুকদার, নাহিদ তালুকদার ও ছোট ভাই টিটু তালুকদারসহ কমপক্ষে ২০-২৫ জন লোক তাঁর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে জখম করে। এ বিষয়ে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বলে তিনি জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলার শিকার আবুল কালাম আজাদ রাতেই অভিযোগ করেছেন।
মির্জাপুর থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। ‘