জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত সেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভার সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান। সভায় উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌরসভা মেয়র মনির উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা সমাজসেবা অফিসার রাজু আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, অধ্যক্ষ মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাহীদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
এ-সময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান আবু তাহের, আব্দুস সালাম, বোরহান উদ্দিন বাদল, আঃ রাজ্জাক স্বপন, বিল্লাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়কারী আবু সালেহ ইমরান, দৃষ্টি বাংলার নির্বাহী পরিচালক ও এনজিও ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী সুইড ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার লাভলু মিয়া, ইউনিয়ন কর্মী কোহিনুর বেগম, আলহাজ উদ্দিন, শাহনাজ বেগমসহ নিবন্ধনকৃত সংগঠনের প্রতিনিধি সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি, দারিদ্র বিমোচন কার্যক্রম, প্রতিবন্ধী, শিশু সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক সেবা, প্রবেশন কার্যক্রম (সামাজিক অবক্ষয় প্রতিরোধ), বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, শিক্ষা উপবৃত্তি, সেবা ও আর্থ সামাজিক উন্নয়নমূলক বিষয়ে বক্তরা কথা বলেন।