জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল দূর্ঘটনায় আশরাফ ফকির (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এঘটনায় আরো দুইজন গুরুত্বর আহত হন।
বুধবার (১৫ জুন) দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আশরাফ ফকির ওই ইউনিয়নের বয়সিং উত্তরপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী। একই ঘটনায় ২ জন আহত হয়েছেন। আহতরা হলেন ওই এলাকার রাসেল মিয়া (২০) পারভেজ মিয়া (২৬)। তারা বুধবার দুপুরে একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্যাফে ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফ ফকির নিহত হয়।
পরে গুরুতর আহত অবস্থায় রাসেল ও পারভেজকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ-ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনোকিছু করেনি।