আজ সোমবার (২ আগষ্ট) সকালে শহরের ফৌজদারি মোড়ে ডেঙ্গু প্রতিরোধে এ মশক নিধন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পৌর মেয়র আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু ।
মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, “মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সরকার যখন সারাদেশে লকডাউন ঘোষণা চলমান রেখেছেন ঠিক সেই মুহূর্তে ডেঙ্গু মহামারী রুপ ধারন করেছে। আমরা জামালপুর পৌরবাসীকে সেই মহামারী ডেঙ্গু থেকে রক্ষা করার জন্যে পৌরসভার উদ্যোগে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ড এবং বাড়ি বাড়ি গিয়ে মশক নিধনের ঔষধ স্প্রে করবো।”
তিনি আরো বলেন, “বাড়ির আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা, টায়ার টিউব বা কোনো পাত্রে, ফলের টবে, বিল্ডিং এর ছাদে অথবা অনেক দিনের জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের বিস্তার না ঘটে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।”
চলমান মহামারী ডেঙ্গুতে যেনো কেউ আক্রান্ত না হয় সে বিষয়ে পৌরসভার পক্ষ থেকে খোঁজ খবর রাখা হবে। সে জন্য সকল নাগরিককেও সচেতন থাকতে হবে। এ ব্যাপারে জনসচেতনতায় পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে এবং পৌরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।
এ মশক নিধন অভিযান উদ্বোধন কালে পৌর মেয়রের সাথে আরো যারা উপস্থিত ছিলেন, তারা হলেন- ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, ফজলুল হক আকন্দ, রাজিব সিংহ সাহা প্রমুখ ।
পরবর্তীতে শহরের বিভিন্ন জায়গায় মশক নিধনে স্প্রে প্রয়োগ করা হয়।