বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল নয়। যেকোনো সময় যেকোনো দিকে টার্ন নিতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা: জাহিদ।
শনিবার সকাল ৯টার দিকে তিনি এ তথ্য জানান।
ডা: জাহিদ বলেন, ৭২ ঘণ্টা সিসিইউতে অবজারভেশনে থাকবেন খালেদা জিয়া। তার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না। বর্তমানে খালেদা জিয়া ডা: শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন।
শুক্রবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। রাত ৩টার পর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।