জামালপুরের সরিষাবাড়ীতে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকালে উপজেলা কৃষকলীগের আয়োজনের আ.লীগের দলীয় কার্যালয়ে কক্ষে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন তারার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজলুর রহমান, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা কৃষকলীগের সদস্য মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি বিষয়ক সম্পাদক দেউয়ান আলাউদ্দিন আজাদ, ডোয়াইল ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক হেদায়াতুল হেদায় প্রমুখ।
এ-ছাড়া উপজেলার সকল ইউনিয়নে সভাপতি ও সম্পাদক বৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা- কৃষকলীগের বিভিন্ন বিষয়সমুহ ও কৃষকলীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন।