রাজশাহীর বাগমারা উপজেলার হজ্জ যাত্রীরা এবার বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পাচ্ছেন। উপজেলা সদরে অবস্থিত বেসরকারি হাসপাতাল ভবানীগঞ্জ ক্লিনিকে এই সেবা প্রদান করা হচ্ছে।
হাসপাতালটির ব্যবস্থাপক জানান, হাজীদের সম্মানে এই সেবা চালু করা হয়েছে। হজ্জে গমনের জন্য যাত্রীদের বুকের এক্সরে, ইসিজিসহ রক্তের বেশ কিছু পরীক্ষা করাতে হয়। হজ্জ যাত্রীরা ভবানীগঞ্জ ক্লিনিকে এই পরীক্ষা গুলো বিনামূল্যে করাতে পারবেন। এজন্য তাদের কোন টাকা দিতে হবে না। বাগমারা থেকে চলতি বছরের হজ্জের জন্য নিবন্ধিত ব্যক্তিরা এই সুবিধা পাবেন। ইতিমধ্যে এই সেবা প্রদান শুরু করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন ব্যক্তি এই সেবা গ্রহণ করেছেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতা থেকে ভবানীগঞ্জ ক্লিনিক কর্তৃপক্ষ গরীব ছাত্রদের বৃত্তি প্রদান, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান সহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগে নিয়মিত ভাবে সহায়তা প্রদান করে থাকেন।
ভবানীগঞ্জ ক্লিনিকের স্বত্ত্বাধিকারী ডাঃ মোঃ আব্দুল বারী জানান, এর আগেও ভবানীগঞ্জ ক্লিনিকের পক্ষ থেকে হজ্জ যাত্রীদের বিনামূল্যে ব্লাড গ্রুপ ও আরবিএস টেস্ট করে দেওয়া হয়েছে। তবে চলতি বছর বাগমারার হজ্জ যাত্রীদের জন্য সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতেও এই সেবা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।