ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ‘ছাত্রলীগ নেতাদের’ গুলিবর্ষণ ও সশস্ত্র হামলার প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২৯ মে) সকালে সরিষাবাড়ী উপজেলা পৌর শহর ও কলেজ শাখার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে রিয়াজ উদ্দিন স্কুল মাঠ থেকে আরামনগর বাজারের সকল রাস্তা পদক্ষিণ করে রিয়াজ উদ্দিন তালুকদার স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলন, থানা ছাত্রদলের আহব্বায়ক খাইরুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রানা চপল, পৌর ছাত্রদলের আহব্বায়ক সুবজ মিয়া, সদস্য সচিব মানিক মিয়া প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তরা সুপ্রিমকোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের এমন নৃশংস হামলায় তীব্র নিন্দা ও শাস্তি দাবি জানান।