টাঙ্গাইলের কালিহাতীতে দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম আকাশ (৩২)নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার পাইকড়া ইউনিয়নের সিহরাইল উত্তরপাড়া গ্রামের ছাইদুল মিয়ার ছেলে। শুক্রবার (২৭ মে ) দুপুরে উপজেলার পাইকড়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুর গ্রামে একটি দোকানে সাউন্ড বক্সবাজানোকে কেন্দ্র করে এলাকার কয়েকজন বখাটে তার সাথে কথা কাটাকাটি হয়। এ সময় তারা আজিজুল নামের এক ব্যক্তিকে পিঠিয়ে আহত করে। এর জের ধরে পরদিন শুক্রবার সিহরাইল গ্রামের কয়েকজন মিলে গোপালপুর গ্রামে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের সংঘর্ষে জহিরুল ইসলাম নিহত হন। এ ঘটনায় দুই পক্ষের ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহতের ছোট ভাই নুরুর (২৫) অবস্থা আঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পাইকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন জানান, সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এতে একজন মারা গেছেন। আরেক জনের অবস্থা খুব খারাপ।
কালিহাতী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।