সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত করোনায় আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন যাবৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রবিবার (২৫ জুলাই) তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। সেই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস এ মুয়িয সুজন। তিনি পরিবারের পক্ষ থেকে সুস্থতার জন্য সবার কাছে দোওয়া কামনা করেছেন।
আবুল মাল আবদুল মুহিত বর্তমানে চিকিৎসকের পরামর্শে বনানীতে নিজ বাসায় রয়েছেন। তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো রয়েছে বলে জানা গেছে।