পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত ও এক সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার মামলায় চার চিহ্নিত বখাটে যুবককে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌর শহরের ফায়ার সার্ভিস সড়ক ও চাকামইয়া সেতু এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, প্রধান অভিযুক্ত সুমন ও রনি এবং তাদের সহযোগী জুয়েল ওরফে ওসমান এবং শাহীন।
মহিপুর থানার এসআই সাইফুল ইসলাম জানান, এ চারজন গভীর রাতে এলাকা ছেড়ে পালানোর সময় তাদের ধরতে বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় তারা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রালির ধাক্কায় নারীসহ নিহত দুই
গত ২২ মে রাতে কুয়াকাটাগামী শেখ রাসেল সেতু এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে যুবক রাকিবকে ছুরিকাঘাত করে গ্রেপ্তার চারজন। এসময় স্থানীয় পত্রিকার সংবাদকর্মী হাসান ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকেও মারধর করে অভিযুক্তরা। ওই রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রাকিবের মা বাদী হয়ে পরদিন সুমন, রনির নাম উল্লেখ করে মহিপুর থানায় মামলা দায়ের করেন।