দৌলতপুর আড়ংঘাটা বাইপাস সড়কের পাশে আজ অজ্ঞাত ব্যাক্তির গলিত মৃতদেহ পাওয়া জাই। আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জাহাঙ্গীর জানান বৃহস্পতিবার আনুমানিক সকাল পোনে ১০ টার সময় খুলনা শিল্পাঞ্চল পুলিশের জন্য একটি সেড তৈরি করার জন্য যে ভুমি অধিগ্রহন করা হয়েছে সে জমি পরিদর্শনের জন্য খুলনা থেকে একটি পুলিশের টিম আসলে আমারা আড়ংঘাটা থানা পুলিশের একটি টিম তাদের সহযোগিতার জন্য সেখানে যাই এবং যৌথ ভাবে পরিদর্শন করি তখন কোহিনুর মোড় ও শহিদের মোড়ের মধ্যবর্তী স্থানে একটি হোগলা বনের পাশে গলিত একটি মৃত দেহ পড়ে থাকতে দেখে উদ্ধতন কর্মকর্তাদের জানানো হয় তখন পিবি আই ও সি আইডির একটি ক্রাইম সিন সেখানে উপস্থিত হয়।
মৃত দেহটা সম্পুর্ন গলিত বিধায় লাশের চেহারা চেনা যায় নি। পোষাক পরিছদ্দ দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে মৃত দেহটা পুরুষের হবে বলে জানান। মৃত দেহের সুরোহাল রিপোট তৈরি করে লাশ মর্গে প্রেরন করা হয়েছে।