নওগাঁর ধামইরহাটে পেট্রোল মাপে কম দেওয়ায় মেসার্স ন্যাশনাল পেট্রোলিয়াম এ্যান্ড ফিলিং স্টেশন পাম্পের মালিক এর ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ১০ মে দুপুর সাড়ে ১২ টার সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ধারায় জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: সিব্বির আহম্মেদ।
জানা যায়, মেসার্স ন্যাশনাল পেট্রোল পাম্পটি দীর্ঘদিন যাবৎ জনসাধারণকে ঠকিয়ে পেট্রোল কম দিয়ে আসছিল। গোপন সংবাদের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রমাণ মেলে প্রতি লিটার পেট্রোল প্রায় ১৪০ মি লি গ্রাহকদের কম দেওয়ার হয়। ফলে পাম্পের মালিককে ভোক্তা অধিকার আইনের আওতায় এনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মাঝে মধ্যেই এমন অভিযান পরিচালনা করলে জনসাধারণ উপকৃত হবেন।
অভিযান চালানোর সময় ধামইরহাট থানার এস আই মো: নুরুল ইসলাম, পেশকার মো: মেহেদী হাসান, স্যানিটারী ইন্সপেক্টর মো: আনিছুর রহমান উপস্থিত ছিলেন।