টাঙ্গাইল বহুতল ভবণ নির্মানের জন্য পিলারের মাটি খোড়ার সময় মাটিচাপা পড়ে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে শহরের আশেকপুর ইন্দারা পাড়ার মো: নজরুলের বাড়িতে এদূূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
জানাগেছে, মঙ্গলবার দুপুরে শহরের আশেকপুর ইন্দারা পাড়ার মো: নজরুলের বাড়িতে ৫ জন শ্রমিক নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ পাল এবং নিধন পাল মাটি খ্ড়ুতে খুড়তে অনেক গভীরে চলে যান। এক পর্যায়ে চারিদিক থেকে মাটি ভেঙে তারা চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু দিয়ে মাটি সরিয়ে আনন্দ পাল ও নিধন পালের লাশ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চার পাশ থেকে মাটি চাপা পড়ে ২ জনের উপর। খবর পেয়ে ঘটনাস্থালে গিয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক শামীম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।