ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও রাস্তাঘাট এখনো মানুষের জন্য নিরাপদ নয়। রাস্তায় প্রতিদিন অসংখ্য মানুষ মারা যাচ্ছে। দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেই বললেই চলে।
জাপা চেয়ারম্যান বলেছেন, প্রতিদিন রাস্তায় মানুষ মারা যাওয়াকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে। রোড সেফটি ফাউন্ডেশনের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, ১লা থেকে ৫ই মে পর্যন্ত পাঁচ দিনে ১১২টি সড়ক দুর্ঘটনায় ১৩৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৬ জন মোটরসাইকেল আরোহী ছিলেন। এছাড়া ২৫শে এপ্রিল থেকে ৫ই মে পর্যন্ত ১৭৮টি সড়ক দুর্ঘটনায় ৯৭ মোটরসাইকেল আরোহীসহ ২৪৯ জন নিহত হয়েছেন বলে উল্লেখ করেন জিএম কাদের।
প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মানুষ। অনিরাপদ সড়কের কারণে হতাহতদের পরিবারে ঈদুল ফিতর শোকে মুখর হয়ে উঠেছে। তিনি বলেন, দেশের মানুষ প্রতিদিন এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর শুনতে চায় না। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও তৎপর হতে হবে উল্লেখ করে তিনি সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, সড়ক ও যান চলাচলের উপর কার্যকর পদক্ষেপ অভাবের পাশাপাশি ফিটনেসহীন গাড়ি ও লাইছেন্সহীন চালকের বেপরোয়া ভাবে গাড়ি চালানো সড়ক দুর্ঘটনার জন্য অনেকাংশে দায়ী। সেই সাথে রয়েছে জনগণের অসচেতনতা। জনসচেতনতা বৃদ্ধি করতে না পারলে দুর্ঘটনার প্রবণতা কমানোর চেষ্টা যথাযথ ফলপ্রসূ হবে না।