পটুয়াখালীর কলাপাড়ায় ইতি বেগম নামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ মে) দুপুরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের দেবপুর গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, নিহত ইতি নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অষ্টম শ্রেণিতে পড়া অবস্থায় তার বিয়ে হলেও বিয়ের তিন মাসের মাথায় স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর পিতা কুদ্দুস মোল্লার বাড়িতেই থাকতেন ইতি।
পারিবারিক কলহ কিংবা অন্য কোনো কারণে ইতি আত্মহত্যা করে থাকতে পারেন বলে পুলিশের ধারণা। তবে পুলিশ বিষয়টি এখনও তদন্ত করে দেখছে।
কলাপাড়া থানার উপপরিদর্শক মামুন জানান, ভোর রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে ইতি আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা তাদের জানিয়েছেন।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।