সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১৩টি গ্রামের প্রায় ৩ শতাধিক নারী পুরুষ ঈদুল ফিতর নামাজ আদায় করেন।
সোমবার (২ মে) সকাল ৮টায় পৌরসভার বলার দিয়ার এলাকার মধ্যপাড়া মাষ্টার বাড়ী জামে মসজিদ মাঠে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিনের বাড়ি জামে মসজিদের ইমাম আজিম উদ্দিন মাষ্টার জানান, পৌরসভার দক্ষিণ বলারদিয়ার আজিম উদ্দিন মাস্টারের বাড়ি জামে মসজিদ মাঠে প্রতি বছরের ন্যায় এ বছরও মুলবাড়ি, বলারদিয়ার, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বালিয়া, বনগ্রাম, হোসনাবাদ ও বাউসী, পুঠিয়ারপাড়, বগারপাড়, পাটাবুগা ১৩টি গ্রামের ৩ শতাধিক নারী ও পুরুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
এ সময় দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে ইমাম মাওলানা আজিম উদ্দিনের ইমামতিতে এই ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসুল্লিরা।