বাংলাদেশ গ্রামীণ ডেভেলপমেন্ট (বিজিডি) ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছরের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ শতাধিক দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী ও পোশাক বিতরণ করা হয়েছে।
রবিবার (১মে) সকালে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম এর নিজবাড়িতে উদ্বোধনের মধ্য দিয়ে বিতরণ কার্যক্রম শুরু হয়। এরপর স্বেচ্ছাসেবকদের সহায়তায় দিনব্যাপী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া, সেঙ্গুয়া, বড়শরা, খাগুরিয়াসহ কয়েকটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী বিতরণ করা হয়।
উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন, সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক, সহ-সভাপতি এম এ রউফ, বাংলাদেশ কৃষি ব্যাংক বাউসী বাঙালি শাখার কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা হাসানুল হক পিন্টু, সিউর সাকসেস স্কুল এন্ড ক্যাডেট কোচিং এর পরিচালক রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে তেল, চিনি, সেমাই, সাবান ও পাউডার দুধ ও পোশাকের মধ্যে ছিল ছোট-বড় সকলের জন্য পাঞ্জাবি লুঙ্গি শার্ট গেঞ্জি সহ শিশুদের জন্য রকমারি পোশাক ।
বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মো: শফিকুল ইসলাম জানান, দুস্থদের জন্য সহায়তা অব্যাহত থাকবে। এছাড়া উপজেলার বেকারত্ব সমস্যা দূর করতে এ ফাউন্ডেশনের উদ্যোগে আউটসোর্সিং আয় বিষয়ক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি জানান।