সারা দেশে সব ইউনিয়র পরিষদ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ম্যুরাল স্থানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জারি করা স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হলো’
ইতোমধ্যে প্রত্যেক জেলা প্রশাসককে সেই বরাবরা চিঠিও দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর এই সিদ্ধান্ত নেয়া হয়।