দৈনিক আমার সংবাদের নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি আজিজুল হক বাবুর মুক্তির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল শাখার এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে সাংবাদিকতা করা চাকরিজীবি রামকৃষ্ণ সাহাকে বাঁচাতে সাংবাদিক আজিজুল হক বাবুকে মিথ্যে মামলা ফাঁসানো হয়েছে। এ জঘন্য কর্মকর্তদের সাথে যুক্ত রয়েছেন স্থানীয় সাংসদ, পুলিশ, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগের পর কোন প্রকার তদন্ত না করেই এক ঘন্টার মধ্যেই সাংবাদিক বাবুকে গ্রেফতার করায় নাগরপুর থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনকে প্রত্যাহারের দাবি জানান সাংবাদিকরা। সেইসাথে সুষ্ঠু তদন্তসাপেক্ষে মিথ্যে মামলা প্রত্যাহার ও নি:শ্বর্ত মুক্তির দাবী জানানো হয়।