কালিহাতী, নিরাপদ সড়ক চাই (নিসচা) টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার ২০২২-২০২৩ সেশনে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত (৪ এপ্রিল) ৭ জন উপদেষ্টাসহ অধ্যাপক ইস্কান্দার মির্জাকে সভাপতি ও লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
নিরাপদ সড়ক চাই কালিহাতী শাখার সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দুই বছর মেয়াদি এ কমিটিতে স্থান পায়, “মিশন নাইনটি” এর অ্যাডমিন্সট্রেটিভ অফিসার ও জনপ্রিয় অভিনেতা আল-আমীন (সুজন রাজা)।
জানা যায়, নিরাপদ সড়ক চাই (নিসচা) এখন বাংলাদেশের একটি জনপ্রিয় আন্দোলনের রূপ নিয়েছে। ১৯৯৩ সালের ২২ অক্টোবর প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের শোকার্ত মৃত্যুবরণের পরে ১৯৯৩ সালের ১ ডিসেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। “আমাদের অবশ্যই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে হবে” এই বার্তাটি বাংলাদেশের সীমান্ত ছাড়িয়ে গেছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এর প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। দেশের সকল স্তরে এই বার্তাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বাধীন আন্দোলনের সংগঠকদের পাশে সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে দাঁড়িয়েছেন।
অভিনেতা সুজন রাজা বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দের প্রতি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি। আমি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা শাখার কমিটিতে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সকলের কাছে দোয়া চাই আমি যেন সঠিকভাবে আমার উপর অর্পিত দ্বায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারি।