রাজধানীর নিউমার্কেটে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে ব্যবসায়ীদের প্রায় ২০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ অবস্থায় আগামীকাল বৃহস্পতিবার দোকান খোলতে মরিয়া ব্যবসায়ীরা।
বুধবার (২০ এপ্রিল) প্রতিটি মার্কেটের সামনে দোকান মালিক ও কর্মচারীদের অপেক্ষা করতে দেখা গেছে। তবে শিক্ষার্থীদের ভয়ে তারা দোকান খোলার সাহস করছেন না।
আজ সারা দিন এ এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও বিকেল পাঁচটার দিকে ঢাকা কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ককটেল বিস্ফোরণের পর ঢাকা কলেজ থেকে ৬০ থেকে ৭০ জনের একটি দল বের হয়ে আসে। পরে পুলিশের অনুরোধ ঢাকা কলেজের শিক্ষকেরা এসে শিক্ষার্থীদের ভেতরে নিয়ে যান। এ ঘটনার আধা ঘণ্টা পর এ সড়কে আবার যানবাহন চলাচল শুরু হয়।
তবে নিউমার্কেটের ব্যবসায়ীদের আর দোকান খোলা হয়নি। সন্ধ্যা সাতটার দিকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, আশপাশের অন্যান্য বিপণীবিতান খুললেও নিউমার্কেটের ব্যবসায়ীরা এখনও দোকানপাট খোলতে পারেননি। নিউমার্কেটের চারটি প্রধান ফটক এখনও বন্ধ আছে।
নিউমার্কেটের ব্যবসায়ীরা বলছেন, যে করেই হোক, ঈদের বাজার ধরতে হবে। তা না হলে নিউমার্কেটের প্রায় ১০ হাজার ব্যবসায়ী বড় ধরনের ক্ষতি মুখে পড়বে।
ঢাকা নিউ সুপার মার্কেটের একজন ব্যবসায়ী বলেন, দুই দিন ধরে মার্কেট বন্ধ থাকায় যথেষ্ট ক্ষতি হয়েছে। আমরা আর ক্ষতি হোক চাই না। আমরা চাই দ্রুত সুন্দর পরিবেশে দোকান খুলে দেওয়া হোক। আমরা সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে চাই। গত দুই বছর ঈদের আগে করোনার কারণে আমাদের যে ক্ষতি হয়েছে এ বছর সেটি পুষিয়ে উঠতে না পারলে বড় ধরনের ক্ষতির মধ্যে পড়ে যাব।