দিন যত সামনে এগোচ্ছে, পবিত্র ঈদুল ফিতরের সময় ততই ঘনিয়ে আসছে। আর রমজান শেষে এই ঈদের দিনে নতুন পোশাক পরিধানের নিয়মটা যেন বাঙালি সংস্কৃতির সঙ্গে মিশে গেছে।
ঈদকে ঘিরে খুলনা দৌলতপুর মার্কেট ও শপিংমলগুলোতে আগেভাগেই ক্রেতাদের সমাগম বেড়েছে।
আর এরইমধ্যে নারী ক্রেতাদের কাছে আকর্ষণীয় পোশাক হয়ে দাঁড়িয়েছে ‘কাঁচা বাদাম’ নামক থ্রি-পিস।
তীব্র গরম, এরই মধ্যে খুলনার দৌলতপুর ঈদ বাজারের কেনাকাটা জমে উঠতে শুরু করেছে। ঈদের এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও ক্রেতারা বসে নেই। যারা আগেভাগে কেনাকাটা করতে চান তারাই মার্কেটে যাচ্ছেন। মার্কেটগুলোয় দিন দিন ভিড় বাড়ছে পোশাক, কসমেটিক্স এবং জুতার দোকানগুলোও বেচা-বিক্রি বাড়ছে সমান তালে। বিক্রেতারা বলছেন, ঈদ যতই ঘনিয়ে আসবে, বেচাবিক্রিও বাড়বে। গরম উপেক্ষা করে কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্রেতারা। ফলে জমছে ঈদ বাজার। ঈদে নতুন পোশাক কিনতে হবে। ক্রেতাদের আকর্ষণ করতে ঝলমলে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে।