জামালপুরের সরিষাবাড়ীতে ২দিনব্যাপী ছাগল-পালনে সুবিধাভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রানিসম্পদ হলরোমে এ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
প্রাণিসম্পদ অফিস সুত্রে জানা যায়, উত্তরা অঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকায় ও নদী বিদৌত চরাঞ্চলে সম্বনিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২দিনব্যাপী করে এই প্রশিক্ষণ। সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল, কামরাবাদ, ভাটারা, সাতপোয়া, মহাদান, পোগলদিঘা, আওনা ও পিংনাসহ ৮টি ইউনিয়নের পর্যায়ক্রমে ৩১জন করে মোট ২০৫ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হবে।
এসময় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ট্রেনিং অফিসার ডা: মো: আব্দুল করিম, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: জুলকাফর রাজীব, প্রানিসম্পদ উপ-সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে বক্তারা ছাগল পালনের বিভিন্ন বিষয়- রোগ প্রতিরোধ, বাসস্থান, ছাগলের জাত পরিচিতি, খাদ্য ব্যবস্থা ও প্রজনন ক্ষমতার সকল বিষয় নিয়ে ট্রেনিংমুলক আলোচনা করেন।