চট্টগ্রামের সাতকানিয়ায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ইফতার মাহফিলে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এতে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন (৪৮) গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় উপজেলার কেরানীহাটের সাতকানিয়া রিসোর্টে এই ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সাতকানিয়া রিসোর্টে উপজেলা এলডিপির উদ্যোগে পূর্বনির্ধারিত ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। বিকেলে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ কয়েকজন এসে ইফতার মাহফিলে সরকারবিরোধী কোন বক্তব্য না দিতে হুঁশিয়ারি দিয়ে যান। এর কিছুক্ষণ পর পুনরায় অর্ধশতাধিক লোক এসে ইফতার মাহফিলের মঞ্চ ভেঙে দেয়।
এসময় হামলাকারীদের লাঠির আঘাতে উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন আহত হয়েছেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। হামলার ঘটনায় এলডিপির সভাপতি কর্নেল (অব:) অলি আহমদ অনুষ্ঠানে আসেনি।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, এলডিপির ইফতার মাহফিলে অজ্ঞাতনামারা হামলা চালিয়েছে।
এতে একজন আহত হয়েছে। পরে পুলিশের উপস্থিতিতে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।