নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের ধাক্কায় ছোলাইমান আলী (৪৫) নিহত হয়েছেন।
রোববার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের যুগিপাড়া রাস্তায় এ দূঘটনাটি ঘটেছে। নিহত ছোলাইমান আলী ওই ইউনিয়নের দক্ষিণ কাশিপুরের মৃত জমির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে পাশের আগ্রা কালিমন্দীর প্রাঙ্গনে কালিমেলা থেকে একই ইউনিয়নের শ্রী গোপাল এর ছেলে মিলন (২২) মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিল। পথে জুগিপাড়া রাস্তায় পৌঁছালে ছোলাইমান আলীকে মটরসাইকেল স্বজরে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা চালককে আহত অবস্থায় উদ্ধার করে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ চিকিৎসা কেন্দ্রে রাখা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।