নওগাঁর ধামইরহাটে সুনাম ধন্য সেচ্ছা সেবী সংগঠন “মানব সেবা”র পক্ষ থেকে উপজেলার প্রায় শতাধিক ভিক্ষুক, অসহায়দের মাঝে উন্নত মানের ইফতারি ও সামনে ঈদুল ফিতরের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল শুক্রবার বিকেল ৩ টায় ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে বিতরনী করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভুমি আপিল বোর্ডের অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথি চকময়রাম সরকারী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কেলাল-ই-রব্বানি, সেচ্ছা সেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাশেল মাহমুদ, সহযোগী সদস্য মেহেদী হাসান, রাফেউল, যোবায়ের প্রমুখ।
সংগঠনের সভাপতি রাশেল মাহমুদ জানান, প্রতি বছর ঈদের আগে আমার সংগঠনের পক্ষ থেকে অসহায়দের উন্নত মানের ইফতারি ও ঈদের সিমাই, চিনি, বিতরণ করে আসছি এবং এটা চলমান থাকবে। খাদ্য নিতে আশা উপজেলার কোকিল গ্রামের বুলি জানান, ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে আমরা শান্তিপূর্ণ ভাবে ঈদ উৎযাপন করতে পারব। আল্লাহ যেন সংগঠনের সভাপতিসহ সকল সদস্যদের ভাল করেন।