নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টায় বিকন্দখাস গ্রামের ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট গনপতি রায় বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীনকে গার্ড অব অনার প্রদানের নেতৃত্ব দেন।
এ সময় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো: মোজাম্মেল হক কাজী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার জাহানপুর ইউনিয়নের বিকন্দখাস গ্রামের মৃত পানবর আলী দেওয়ানের ছেলে বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দীন ১৩ এপ্রিল সন্ধ্যায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। কিছুদিন পূর্বে তিনি ব্রেন স্ট্রোক করেছিলেন বলে তাঁর পরিবার জানান।