ঈদকে সামনে রেখে কঠোর বিধিনিষেধ শেষের প্রথম দিন মহাসড়ক আগের রূপে ফিরেছে। সকালে থেকেই সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ।
এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার অংশে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মহাসড়কের করটিয়া থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
যানবাহনের চালকরা জানান, মহাসড়কের করটিয়া থেকে উত্তরবঙ্গমুখী যানজটের সৃষ্টি হয়েছে। মাঝেমধ্যেই আবার যানজট ছেড়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও ধীরগতির সৃষ্টি হচ্ছে। গণপরিবহন চালু হওয়ায় সড়কে যাত্রীদের যাতায়াত বেড়েছে। অনেকেই ঈদের ঝামেলা এড়াতে আগে থেকেই পরিবার-পরিজন বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
তবে কর্তব্যরত পুলিশ যানজট নিরসনে কাজ করছেন। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানিয়েছেন তারা।