সারাদেশ ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ১৪২৯ বাংলা শুভ নববর্ষ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে শোভাযাত্রা শেষে বাঙালীর ঐতিহ্য মনোমুগ্ধকর লাঠিবাড়ী খেলা প্রদর্শন করেন উপজেলা পিংনা ইউনিয়নের লাঠিয়াল বাহিনী।
বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসিমা নাহাত, সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, আ’লীগ নেতা মোস্তাফিজুর রহমান, মন্টুলাল তেওয়ারী প্রমুখ।
এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও নানা পেশাজীবীর মানুষ বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।