টাঙ্গাইলে ট্রেনের সঙ্গে অটোরিকশার ধাক্কায় বাবা, মেয়ে ও নাতিসহ তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলার কালিহাতী উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুর হাতিয়া এলাকায় একটি অরক্ষিত রেল ক্রসিং পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক তায়েবুল হামিদ মিয়া (৫৫) ও তার মেয়ে তাহমিনা (২৫) এবং নাতি তাওহিদ (২)। তারা জেলার ঘাটাইল উপজেলার কদমতলীর গারট্ট গ্রামের বাসিন্দা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল স্টেশনে যাচ্ছিলো। এসময় রেললাইনের হাতিয়ায় অরক্ষিত রেলক্রসিং দিয়ে একটি অটোরিকশা পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত একজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।