কুলিয়ারচর থানায় স্থাপিত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহ হস্তান্তর উদ্বোধন
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পুলিশের কুলিয়ারচর থানায় স্থাপিত ‘নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কসমূহের এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন।
রোববার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কুলিয়ারচর থানা সহ একযোগে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিসডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
এসময় সামরিক ও বেসমরিক কর্মকর্তাসহ পুলিশ বাহিনীর উর্ধতন কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জের কুলিয়ারচর থানা পুলিশ, পুলিশ থানা অফিসে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যম অংগ্রহন করেন।
এ সময় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, ওসি (তদন্ত) মো: লুৎফর রহমান, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: জিল্লুর রহমান, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক আবু বাক্কার, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আলাল উদ্দিন, ছয়সূতী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, থানার সেকেন্ড অফিসার এস আই দেব দুলাল, এস আই কাউসারসহ অন্যান্য পুলিশ সদস্য বৃন্দ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সেবাপ্রার্থী বয়স্ক নারী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কুলিয়ারচর উপজেলায় গৃহহীনদের জন্য নির্মিত গৃহ হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।