মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘বাংলাদেশ পুলিশ কতৃক ‘নির্মিত গৃহহীন পরিবারের’ ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন পৌরসভার কামরাবাদ গ্রামের অসহায় এক নারী মরিয়ম বেগম (৬০)।
খুশিতে অশ্রুশিক্ত চোখে মরিয়ম বেগম বলেন, এতদিন ভাঙ্গা ঘরে ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশদের মাধ্যমে আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। দুই রোম বিশিষ্ট একটি পাকা ঘর পেয়েছি, পেয়েছি বাথরুম, গোসলখানা। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দু’হাত তুলে দোয়া করি তিনি যেন অনেক অনেক বছর বেঁচে থাকেন।
রবিবার (১০এপ্রিল) সকালে সারাদেশন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর হস্তান্তর ও দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উদ্বোধন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল অফিসার জাকির হোসেন সুমন, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক, থানার ওসি (তদন্ত) অফিসার আব্দুল মজিদসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।