মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, এক শ্রেণির বিপদগামী আলেম আছে, যারা কোরআন শরীফের অপব্যখা করে। তারা মিথ্যাচার করে। তারা বলেছিল আল্লাহর আইন চাই, কোরআনের শাসন চাই। সৎ লোকের শাসন চাই। তারা সৎ লোকের নামে লুটপাট করেছে। এ উপজেলাও বিপদগামী আলেমরা বলেছিল, নৌকায় ভোট দিলে মসজিদে আযান হবে না। উলুধব্বনি হবে। এদেশ ভারত হয়ে যাবে। ভারত হবে তো দুরের কথা আমরা সর্বক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে রয়েছি। স্বাস্থ্য শিক্ষা সব মিলিয়ে ভারতের চেয়ে অনেক এগিয়ে গেছি এবং যাচ্ছি। ওই বিপদগামী আলেমদের সাধের পাকিস্তান কোন খানে আছে তা তো তারা দেখতেই পারছেন। এরা মিথ্যাচার করেছে। তাদের থেকে আমাদের সর্তক থাকতে হবে। সরকার আইন হয়েছে, জয়বাংলা শ্লোগান হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত হবে। মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের সাতকুড়া সুফিনগর দাখিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা নিবার্হী কর্মকতার্ তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: মুরাদ কবীর, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো: সেলিম আজাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকতার্ জাকির হোসেন মোল্লাহ প্রমুখ।
মন্ত্রী দিন ব্যাপি উপজেলার চাপাইর ফালু পলোয়ান উচ্চ বিদ্যালয়, রশিদপুর উচ্চ বিদ্যালয়সহ আটটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন।