রাজশাহীতে সেচের পর্যাপ্ত পানি না পাওয়ায় দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা প্রদান মামলার পলাতক আসামি বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন জানান, শনিবার (২ এপ্রিল) রাত একটার দিকে গোদাগাড়ী থানার চব্বিশনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন: সেচের পানি না পেয়ে কৃষকের আত্নহত্যা
এর আগে গত ২৩ মার্চ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমঘুটু গ্রামে সেচের পানি না পেয়ে বিষপানে করেন দুই কৃষক।
সেদিন রাতেই অভিনাথ মার্ডির মৃত্যুর পর ২৫ মার্চ মারা যান তার চাচাতো ভাই রবি মার্ডি (৩২)।
পরে ২৫ মার্চ রাতে নিহত কৃষক অভিনাথ মার্ডির স্ত্রী পাম্প অপারেটর সাখাওয়াতকে অভিযুক্ত করে মামলা করেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
সেচের পানি না পেয়ে দুই আদিবাসী কৃষকের আত্মহত্যার