চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে প্রতীকী অনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপি।
কেন্দ্রীয় কমিটির নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে স্থানীয় দলীয় কার্যালয়ে এই প্রতিকী গণ-অনশন পালন করেন দলের নেতাকর্মীরা চলবে বিকেল ৩ টা পর্যন্ত।
এতে সভাপতিত্ব করেন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো: শহিদুল ইসলাম সরকার। প্রধান অতিথি পৌর বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আখরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলাদলের আহ্বায়ক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির আহ্বায়ক সদস্য রেজুয়ান হোসেন (রন্জু), পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সন্তোষ কুমার সাহা, পৌর মহিলা দলের সাবেক নেত্রী শাহিনা ইয়াসমিন।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা কর্মসুচিতে অংশগ্রহণ করেন।