রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বিশেষ অভিযানে ৩৬৭ পিস ইয়াবা ট্যাবলেট মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত সোমবার (২৭ মার্চ) দিবাগত ভোর রাতে কাশিয়াডাঙ্গা পুলিশ বক্সের ইনচার্জ, এসআই (নি:) এসএম মানিক মাহমুদ ও কাশিয়াডাঙ্গা থানার এসআই (নি:) মো শাহীনুর ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কাশিয়াডাঙ্গা থানাধীন ফেরতাপাড়া সংলগ্ন ধুতরাবন এলাকা হইতে মো: মোরশেদুল ইসলাম (২৯) এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩৬৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। অভিযান চলাকালে মোরশেদুল সু-কৌশলে পালিয়ে যায়।
এ সংক্রান্তে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু হলে মামলার তদন্তকারী অফিসার কাশিয়াডাঙ্গা থানার এসআই (নি:) মো: মিজানুর রহমান, পলাতককে গ্রেফতারে অভিযান অব্যহত রাখেন এবং তিনি দামকুড়া থানা পুলিশের সহায়তায় ৩০ মার্চ ২০২২ তারিখে দামকুড়া থানাধীন ধুতরাবন এলাকা হতে আসামীকে গ্রেফতার করেন।